ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : এসএসসি পরীক্ষায় এবার ভাঙ্গায় সাফল্য অর্জন করেছে ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় ও তুজারপুর এ,এস, একাডেমি। ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮৮ জন পাশ করেছে।

জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন শিক্ষার্থী। ভাঙ্গা উপজেলায় আর কোন বিদ্যালয়ে এত জিপিএ-৫ পায়নি। ভাঙ্গার তুজারপুর এ,এস একাডেমি থেকে শতভাগ পাশ করেছে । এ বিদ্যালয় থেকে ৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই পাশ করেছে।
এছাড়া ভাঙ্গা কাজী শামসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ১০২ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০ জন। ভাঙ্গা পুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন, ব্রাহ্মনকান্দা এএস একাডেমি থেকে ৪ জন, কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, দেওড়া উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, মালিগ্রাম আ. রশিদ উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, শরীফাবাদ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
উল্লেখ্য ভাঙ্গায় এ বছর ১৪৮২ জন পাশ করেছে, ৯৭ জন ফেল করেছে।
(এডি/এএস/মে ১৭, ২০১৪)