মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

 

নিহতরা হলেন- কুতুবপুরের দলিল উদ্দিন মাতুব্বরের ছেলে যুবলীগ কর্মী আরশেদ মাতুব্বর (৩৪) ও শাহজাহান ঘরামী (৪৫) মঙ্গলবার সকাল ছয়টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে গুলি বিনিময়ের ঘটনা ঘটলে দুজন নিহত হন।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

(ওএস/এএস/জুন ০২, ২০১৫)