পঞ্চগড় প্রতিনিধি : ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তির সংশোধনী বিলে স্বাক্ষর করায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে পঞ্চগড় জেলার অভ্যন্তরের ভারতীয় ছিটমহলের বাসিন্দারা।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গাড়াতি ছিটমহলে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি এ মিছিলের আয়োজন করে।

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পঞ্চগড়-নীলফামারী শাখার সভাপতি ও গারাতি ছিটমহলের চেয়ারম্যান মফিজার রহমানসহ ছিটমহলের শতশত নারী-পুরুষ-শিশুরা এ মিছিলে অংশ নেন।

এ সময় তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

০৫ মে ভারতীয় মন্ত্রীসভায় বিলটি চুড়ান্ত অনুমোদন হয়। পরদিন ০৬ মে ভারতীয় রাজ্যসভায় সংবিধান সংশোধনী স্থল সীমান্ত চুক্তি বিল পাস করা হয়। পরে ০৭ মে বৃহস্পতিবার বিকেলে ভারতের লোকসভায় বিলটি পাস হয়। এর পর বিলটি চুড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। এর ধারাবাহিকতায় ২৮ মে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বিলটি অনুমোদন দেন।

(ওএস/এএস/জুন ০২, ২০১৫)