ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বাবার সীসিত সামর্থ্য অদম্য মেধাবী ইয়াসমিন আক্তার জুঁইকে উচ্চ শিক্ষার আশা থেকে বিচ্যুত করতে পারেনি। ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ হতে কৃতিত্বেও সাথে জিজিএ-৫ পেয়ে সে উত্তির্ণ হযেছে। বাবা জুমার আলী আগে রিকশা চালালেও এখন অটোরিকশা চালিয়ে সংসার চালান।

তিনি নিজের ভাগ্যেও চাকা ফিরাতে না পারলেও সংগ্রাম করছেন সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে। জুঁইয়ের মা নাজমা খাতুন একজন গৃহিনী। দুই ছেলে ও দুই মেয়ে সস্তানের মধ্যে বড় ছেলে নাজমুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজীতে মাষ্টার্স পড়ছেন। ছোট এক ভাই ও বোনও অধ্যায়নরত। বাবার অক্লান্ত পরিশ্রমের টাকা তারা নিষ্ঠার সাথে কাজে লাগাচ্ছেন। জুঁই উচ্চ শিক্ষা গ্রহন করে বিসিএস পরীক্ষা দিয়ে প্রশাসনিক কর্মকর্তা হতে আগ্রহ প্রকাশ করেছে। ঈশ্বরদী পূর্ব টেংরী স্কুলের শিক্ষকরা মেধাবী জুঁইয়ের স্বপ্ন একদিন সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

(এসকে/পিবি/জুন ০২,২০১৫)