স্পোর্টস ডেস্ক, ঢাকা : আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করতে পারে, ফ্রান্সের সাবেক তারকা মার্সেল দেসাইল মনে করছে। ফাইনালেও যেতে পারে বেলজিয়াম সবাইকে চমকে দিয়ে। তবে ইংল্যান্ডের কাছ থেকে কেউই কিছু আশা করছে না।

ফ্রান্সের হয়ে ১৯৯৮ সালে বিশ্বকাপ জয় করা দেসাইল আরও জানিয়েছেন, আইভরিকোস্ট বিস্ময় উপহার দেবে। আর্জেন্টিনার সার্জিও অ্যাগুয়েরো সবচেয়ে বেশি গোলের মালিক হবেন। মার্শেই ও এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দেসাইল আশা করছেন, আর্জেন্টিনার ফুটবল দলটি যেমন প্রতিভাবান তারাই একমাত্র সফল হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে লিওনেল মেসির প্রতিটি ম্যাচে খেলতে পারা। দেশাইল বলেছেন, ‘আমি নিশ্চিত আর্জেন্টিনার সামর্থ্য রয়েছে। মেসি থাকলে তারা শীর্ষে থাকবে। যদি নাও থাকে তবুও বিশ্বকাপে তারা সেরাটা খেলবে।’

স্পেনও শিরোপা ধরে রাখতে পারে। কারণ দলটিতে রয়েছে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়। স্প্যানিশ দলের নতুন খেলোয়াড়রা দীর্ঘদিন ধরেই ভালো করছে। ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল হট ফেভারিট। কিন্তু প্রত্যাশার চাপে ভেঙে পড়তে পারে তারা। দেসাইল ব্রাজিলের প্রসঙ্গে বলেছেন, ‘প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আমি অবশ্য এই দল নিয়ে সংশয়ে রয়েছি। বিশ্বকাপে ব্রাজিল অনেক সমস্যার মুখোমুখি হবে।’

(ওএস/পি/মে ১৭,২০১৪)