ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঝড়ে পড়া আম কুড়াতে যেয়ে ঈশ্বরদীতে বজ্রপাতে দুই শিশুর প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছে আরও দুই শিশু। নিহত শিশুরা হলো সিয়াম (৮) ও সবুজ (৯)।

পবিত্র শবেবরাতের দিন মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বিবিসি বাজারের পাশে বিশুতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। সিয়াম রূপপুর বিবিসি বাজারের সব্জি বিক্রেতা রেজাউল ইসলামের ছেলে এবং সবুজ একই এলাকার স্বপন কুমার কুন্ডুর ছেলে। বজ্রপাতে আরও দুই শিশু গুরুতর আহত হয়। এরা হলেন একই এলাকার লিটন হোসেনের মেয়ে নিপা (৮) ও দিলীপ কুমারের ছেলে প্রান্ত (১০)। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে প্রচন্ড ঝড় ও বৃষ্টির সময় ওই গ্রামের সিয়াম, সবুজ, নিপা ও প্রান্ত বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে যায়। এসময় বিকট শব্দে বজ্রপাত হলে চার শিশুর শরীর ঝলসে যায়। শিশুদের আর্ত চিৎকারে আশেপাশের লোকজন ও পরিবারের সদস্যরা এসে তাদের উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক সিয়াম ও সবুজকে মৃত ঘোষণা করেন। গুরতর আহত নিপা ও প্রান্তকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসক শাহানাজ পারভীন এদের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন। বজ্রপাতে চারজনের শরীরের বেশীরভাগ অংশই ঝলসে গেছে বলে জানা গেছে।
(এসকে/পিবি/জুন ০৩,২০১৫)