নড়াইল প্রতিনিধি : নড়াইলের শালবরাত গ্রামে চাঞ্চল্যকর গৃহবধূকে (ববিতা) নির্যাতন মামলার আাসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি আয়োজনে মঙ্গলবার সকালে আদালত সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট রমা রানী, সাংবাদিক কার্তিক দাসসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। পরে পদযাত্রা করে জেলা প্রশাসক আব্দুল গাফফার খানের নিকট স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, মামলার ৬ নম্বর আসামি আজিজুর রহমান আরজু ববিতার বাবার বাড়িতে গিয়ে মামলার বাদী ও স্বাক্ষীদের হুমকি দেয়াসহ ববিতার ভাই হাদিউজ্জামানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। এ কারণে মামলার বাদী ও স্বাক্ষীরা নিরাপত্তাহীনতায় আছেন।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের গৃহবধূ ববিতা খানমকে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় নির্যাতিতা ববিতার মা খাদিজা বেগম বাদি হয়ে ববিতার স্বামী শফিকুল শেখ, শ্বশুর, শাশুড়ি, দেবরসহ সাতজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।
(টিএআর/পিবি/জুন ০৩,২০১৫)