তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :তাড়াশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে দিনব্যাপি অবহিতকরন সভা মঙ্গলবার তাড়াশ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান খানের সভা পতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা। বক্তব্য রাখেন তাড়াশ সদর চেয়ারম্যান আবু সাঈদ খন্দকার, মাধাইনগর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, সগুনা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মহরী, তাড়াশ সদর ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচি প্রকল্পের সহযোগিতায় রিপাবলিক অফ কোরিয়ার অর্থায়নে এবং ইউএনডিপি বাংলাদেশের আর্থিক, কারিগরী ও সার্বিক সহযোগিতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রমের অংশ হিসেবে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উন্মুক্ত আলোচনায় অংশ অংশ নেয় এনডিপি’র সমন্বয়কারী মোঃ আব্দুল হালিম, স্কুল শিক্ষক ফারুক আহম্মেদ, ইউপি সদস্য সুফিয়া সুলতানা প্রমুখ। প্রকল্পের মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচী জেলা ব্যবস্থাপক খাদিজা আক্তার। বক্তাগণ বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা বিশ্বে গড়ে ৩জনের মধ্যে ১জন নারী কোন না কোন ভাবে শারীরিক ও মানুষিক ভাবে নির্যাতনের শিকার হচ্ছে। বাংলাদেশেরও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের নির্যাতিত নারীরা যাতে ন্যায় বিচার পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যে সব নারী ও শিশু নির্যাতনের শিকার হচ্ছে তাদের সেবার মান বৃদ্ধি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে।

বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এবং তার প্রতিকারের জন্য তৃর্ণমুল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত একটি কার্যকরী সহায়ক প্রতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্টার জন্য সকলের কাজ করা উচিত। বাংলাদেশে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে এবং প্রতিটি ঘটনার সঠিক সংরক্ষণ ও মনিটরিংয়ের জন্য প্রাতিষ্ঠানিক ডিজিটাল পদ্ধতি চালু করা প্রয়োজন। #


(এমএমএইচ/এসসি/জুন ০৩,২০১৫)