স্পোর্টস ডেস্ক, ঢাকা : গতিময় নৈপুণ্য দেখিয়েই অলিম্পিকের কিংবদন্তি মাইকেল ফেলপস প্রতিযোগিতামূলক সাঁতারে ফিরেছেন। যুক্তরাষ্ট্রের এই সাঁতারু চারলোট্টে গ্রাঁ পিঁ-তে ১০০ মিটারের বাটারফ্লাই ইভেন্টে জয় পেয়েছেন। লন্ডন অলিম্পিকের পর এই প্রথম ফেলপস প্রতিযোগিতামূলক সাঁতারে অংশগ্রহণ করলেন।

ফেলপস ২০১২ অলিম্পিকে রেকর্ড ২২টি পদক (১৮টিই স্বর্ণ) জয়ের পর অবসরে গিয়েছিলেন। সেই তিনি গত মাসে সাঁতারের পুলে আবারও ফিরে আসেন। তবে ফেরাটা ভালই ছিল তার।

২৮ বছর বয়সী ফেলপস শুক্রবার এই ইভেন্টে প্রথম ৫০ মিটারে এগিয়ে ছিলেন। আর জয় তুলে নেন ৫২.১৩ সেকেন্ড সময় নিয়ে।

ফেলপস যেভাবে পারফর্ম করছেন এতে করে গুঞ্জন উঠেছে ২০১৬ সালে রিও অলিম্পিকে খেলতে পারেন তিনি।

(ওএস/পি/মে ১৭,২০১৪)