যশোর প্রতিনিধি :যশোরে (২ মে) মঙ্গলবার শবে বরাতের রাতে ছুরিকাঘাতে সদ্য এসএসসি উত্তীর্ণ এক কিশোর নিহত ও তার দুই বন্ধু আহত হয়েছে। রাত আনুমানিক ১২টার দিকে শহরের কারবালা কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান (১৬) শহরের খালধার রোড এলাকার গোলাম রাব্বানির ছেলে। সে এ বছর এসএসসি উত্তীর্ণ হয়েছে। আহত দু’জন, শহরের মোল্লাপাড়া এলাকার লিটন হোসেনের ছেলে অমিত (১৭) ও ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মনিরুজ্জামানের ছেলে টিটো সুলতান(১৮)কে হাসপাতালে ভর্তি করা হয়। পূর্বশত্রুতার জের ধরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শবে বরাতের রাতে কারবালা কবরস্থান মসজিদের সামনে ৩/৪ জনকে ধস্তাধস্তি করতে দেখে আশপাশের লোকজন তাদেরকে থামান। এ সময় ৩ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার পথে রায়হানের মৃত্যু হয়। অপর দু’জনকে হাসপাতালে ভর্তি করলে কতর্ব্যরত চিকিৎসক সাঈদ সিদ্দিকি উন্নত চিকিৎসার জন্য অমিতকে ঢাকায় রেফার্ড করেন।

যশোর কোতোয়ালি থানার অফিসাস ইনর্চাজ সিকদার আক্কাস আলী বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে পরিচিতজনদের মধ্যে এ ঘটনা ঘটেছে। ঘটনার সাথে কারা জড়িত ও কি কারণে এ হামলা হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে এবং জড়িতদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে।

(জেকেএম/এসসি/জুন ০৩,২০১৫)