মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি : দীর্ঘ দিন যাবৎ প্রযোজনীয় কাগজপত্র না থাকা, অব্যাবস্থাপনা ও নোংরা পরিবেশের কারণে মনোহরদীতে তিনটি ডায়াগনোষ্টিক সেন্টার ও একটি প্রাইভেট হাসপাতালকে জরিমানাসহ সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার বিকালে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নাজমুস সোয়েব যৌথভাবে অভিযান চালিয়ে বেসরকারি ক্লিনিক ও ল্যাব ১৯৮২ এর ৮ ধারা ও ভোক্তাঅধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে এ শাস্তি প্রধান করেন। মনোহরদী জেনারেল প্রাইভেট হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা সহ সিলগালা করেছে। এ দিকে রাজীব এক্স-রে ডায়াগনোষ্টিক সেন্টারকে ৪০হাজার,লাইফ কেয়ার ডায়াগনোষ্টিক ৫০ হাজার ও সেবা ডায়াগনোষ্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সরকারি নিয়মনীতি না মেনে এসব ডায়াগনোষ্টিক সেন্টারগুলো অনেক দিন ধরে চলে আসছে বলে অভিযোগ ছিল।
(এএইচ/পিবি/জুন ০৩,২০১৫)