গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের নব-নিযুক্ত অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মোঃ দিদার আহম্মদ।

বুধবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা পৃথক পৃথক ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা বিশেষ মোনাজাত করেন। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে তাদের মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং সমাধীস্থল ঘুরে দেখেন।

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মৃনাল রায় চৌধুরী পপা, গোপালগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী লেকু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

(এমএইচএম/পিএস/জুন ০৩, ২০১৫)