বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় সম্প্রতি সৌর বিদ্যুতের ব্যাটারী চুরির সময় জনতা হাতনাতে ২ চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে আলাল আহমদ (৩০) নামে এক চোর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গণপিটুনিতে নিহত চোরের পরিবার স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার সাধারণ মানুষকে মামলায় জড়িয়ে হয়রানির অপচেষ্টা চালালে সোমবার এলাকাবাসী প্রতিবাদ সভার আয়োজন করে।

উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সুজাউল মাদ্রাসা মাঠে সমাজসেবক ডা: শামিম আহমদের পরিচালনায় ও খন্দকার আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান, বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস স্বপন, সমাজসেবক আব্দুল লতিফ, ইউপি সদস্য আনিস উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, চুরির সময় গণপিটুনিতে নিহত চোরের পরিবার হয়রানির উদ্দ্যেশ্যে জনপ্রতিনিধিসহ এলাকার জনগণের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করছেন।

(এলএস/পিএস/জুন ০৩, ২০১৫)