স্পোর্টস ডেস্ক, ঢাকা : আগামী ৭ জুন ভারতীয় ক্রিকেট দলের ঢাকায় আসার কথা ছিল। তবে একদিন পিছিয়ে ৮ জুন বাংলাদেশের মাটিতে পা রাখবে কোহলি-রোহিতরা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের কারণে কোহলিদের আগমনের তারিখ একদিন পিছিয়ে দেওয়া হয়। ৬ জুন বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর। সফর শেষে ৭ জুন ফিরে যাবেন তিনি। এরপর দিনই বাংলাদেশে আসবে ভারতীয় ক্রিকেট দল।

একদিন পরে ঢাকায় এলেও সব ম্যাচ অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়েই। ভারতের এবারের বাংলাদেশ সফর অবশ্য তেমন দীর্ঘ নয়। মাত্র একটি টেস্ট খেলবে দুই দল। ওয়ানডে সিরিজ হবে তিন ম্যাচের। সবমিলিয়ে কোহলি-ধোনির দল ঢাকায় অবস্থান করবে ১৮-১৯ দিন। এদিকে ভারতের আগমন একদিন পিছিয়ে (৮ জুন) নেওয়ায় প্রথম টেস্টের আগে অনুশীলন তেমন সুযোগ পাচ্ছে না সফরকারীরা। বাংলাদেশের মাটি, হাওয়া-বাতাসে এক বেলা অনুশীলন করেই ফতুল্লায় টেস্ট ম্যাচ খেলতে নামতে হবে বিরাট কোহলির দলকে।

৮ জুন সকাল ৯.১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ভারতীয় ক্রিকেট দলকে বহনকরা বিমানটি। এরপর সরাসরি তারা চলে যাবে টিম হোটেল সোনারগাঁয়ে। ওই দিন কোন অনুশীলনের শিডিউল না থাকায় সেখানে পুরো দিন বিশ্রামে কাটাবে সফরকারীরা। পর দিন (৯ জুন) মিরপুর একাডেমি মাঠে দুপুর আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত অনুশীলন করবে রাহানে, অশ্বিন ও হরভজনরা।

আর ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। খেলা শুরু হবে সকাল ১০টায়। এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৮, ২১ ও ২৪ জুন হবে ওয়ানডে সিরিজ। দিবা-রাত্রির তিনটি ওয়ানডে ম্যাচ বিকেল ৩টা থেকে মাঠে গড়াবে।

(ওএস/পি/জুন ০৩, ২০১৫)