নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার বেলটিয়া এলাকায় মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং কন্যাদহ খালের উৎসমুখ বন্ধ করায় দায়ে দু’জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট লোহাগড়া সহকারী কমিশনার (ভূমি) তুষার কান্তি পাল বুধবার বিকেলে এই জরিমানা করেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধুমতি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনসহ মধুমতির সংযোগখাল কন্যাদহের উৎসমুখ বন্ধ করে রাখায় বেলটিয়ার শিপন ও চাঁচই-ধানাইড় গ্রামের তবিবুরকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
(টিএআর/পিবি/জুন ০৪,২০১৫)