রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল দরগাহপাড়া এলাকা থেকে ৮শ’ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে এসব চোলাই মদ উদ্ধার করা হয়।

রামু থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ভোরে দরগাহপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে ৮শ’ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে।
(ওএস/পিবি/ জুন ০৪, ২০১৫)