নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে প্রতিমন্ত্রী সংবর্ধনায় লাশ নিয়ে মিছিল করেছে নিহতের স্বজনরা। প্রতিটি সংবর্ধণা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবধর্নাা দেওয়া হলেও পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অব.) নজরুল ইসলাম হীরুর সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল ব্যাতিক্রম। ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছার পাশাপাশি ব্যাবসায়ীর লাশ নিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে।

এ সময় নিহত ব্যবসায়ীর স্বজনরা প্রতি মন্ত্রীর নিকট নরসিংদীতে একের পর এক খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হত্যার বিচার দাবি করেন। এদিকে মন্ত্রীর সংবর্ধানা অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ত্বে থাকা এক পুলিশ সদস্যের পিস্তল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাই প্রশ্ন উঠেছে সন্ত্রাসীয়দের বেপরোয়াপানা নিয়ে।

গতকাল শনিবার বিকেলে পৌর নাগরিক কমিটির উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রঙ্গনে পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অব.) নজরুল ইসলাম হীরুর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি মন্ত্রীকে অনুষ্ঠানে শতশত নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানালেও নিহতের স্বজনহারা হাজির হয়েছে লাশ নিয়ে সংবর্ধনা জানাতে । তাই শহর জুড়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে ফুলের সংবর্ধনা নাকি লাশের সংবর্ধনা ? শুক্রবার রাত ৮টা দিকে পাওনা টাকা চাওয়ার অপরাধে হাজিপুর এলাকায় মাদক ব্যাবসায়ীরা কুপিয়ে জখম করে মুদি মাল ব্যাবসায়ী শামীম মুন্সিকে।

গুরুত্বর আহতবস্থায় তাকে প্রথমে নরসিংদী হাসপাতালে ও পরে অবস্থা অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ব্যাবসায়ী শামীম মারা যায়। নিহত ব্যাবসায়ী শামীম মুন্সির বাড়ী প্রতি মন্ত্রীর বাড়ীর পাশে। লাশ আনা হলে বিকেলে মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে লাশ নিয়ে মিছিল করে প্রতি মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয় নিহতের স্বজনরা। এসময় নরসিংদীতে একের পর এক খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হত্যার বিচার দাবি করেন নিহত ব্যবসায়ীর স্বজনরা । পরে মন্ত্রী সুষ্ঠ বিচারের আশ্বাস দেয়া হলে লাশ দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ত্বে থাকা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মজিবুর রহমানের সরকারী রিবালবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মন্ত্রীর অনুষ্ঠানে পুলিশের রিবালবার ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় পুলিশের কর্তাব্যাক্তিরা। ছিনতাই হওয়া পুলিশের রিবালবর উদ্ধারে সংবর্ধনা অনুষ্ঠান স্থলে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সদস্যরা। এ রিপোর্ট লেখা পযর্ন্ত ছিনতাই হওয়া রিবালবার উদ্ধার করতে পারেনি পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ ঘটনার সত্যতা স্বীকার করে বলে অস্ত্রটি উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

নরসিংদী পৌর মেয়র মো. কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান সম্পকিত স্থায়ী কমিটির সদস্য ও মনোহরদী-বেলাবো আসনের এমপি নূরুল মজিদ মাহামুদ হুমায়ন, মহিলা এমপি রহিমা আক্তার,পলাশে সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিবপুরের সাবেক এমপি জহিরুল হক ভূইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া প্রমূখ। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেনা জেলা আওয়ামীলীগের সভাপতি এড. আসাদ্দুজ্জামান আসাদ।

(এমডিেএটিআর/মে ১৭, ২০১৪)