জকিগঞ্জ প্রতিনিধি : এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে নয়টি বিদ্যালয়ের ৩২জন শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় উপজেলায় একজনও জিপিএ-৫ পায়নি। এসএসসির তুলনায় দাখিলের ফলাফলও খারাপ হয়েছে। এসএসসিতে উপজেলায় পাশের হার ৮৫.১১ ভাগ হলেও দাখিলে পাশের হার ৭২%।

সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ৮জন, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ জন, সরকারি বালিকা বিদ্যালয়ের ৭ জন, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের ৪ জন, গনিপুর কামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২জন এবং জিএমসি একাডেমী, সোনাসার মাধ্যমিক বিদ্যালয়, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় থেকে একজন করে জিপিএ-৫ পেয়েছে। ৬৭ জন পরীক্ষা দিয়ে সবাই উত্তীর্ণ হয়ে শতভাগ পাশ করেছে মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়। সবচেয়ে কম ৬৭.৩১ % পাশ করেছে শাহবাগ স্কুল এন্ড কলেজ। মাদ্রাসার মধ্যে উপজেলায় সবচেয়ে ভাল করেছে আমলশীদ রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা। ১১ জন পরীক্ষা দিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে।

উপজেলার সবকটি স্কুলের ফলাফল : শেরুলবাগ মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ জনে পাস করেছে ৪৫ জন, পাশের হার ৯০%। কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে ২৮ জনে ২৬ জন, পাশের হার ৯২.৮৬%। গুরুসদয় স্কুল এন্ড কলেজে ৮১ জনে ৭১ জন, পাশের হার ৮৭.৬৫, জকিগঞ্জ গার্লস হাইস্কুল ৫৩ জনে ৪১ জন, পাশের হার ৭৭.৩৫, জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৬১ জনে ৬০ জন, পাশের হার ৯৮.৩৬। জকিগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় ৬০ জনে ৫৮ জন, পাশের হার ৯৬.৬৭%। সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন ৬৫ জনে ৫৩ জন, পাশের হার ৮১.৫৪%। জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে ১৭২ জনে ১৩৭, পাশের হার ৭৯.৬৫%। গোলাম মোস্তফা চৌধুরী একাডেমী ১১৩ জনে ৮৪, পাশের হার ৭৪.৩৩%। ইমদাদ মজুমদার বিদ্যানিকেতন পল্লীশ্রী ৫৮ জনে ৪০ জন, পাশের হার ৬৮.৯৭%। আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতন ৪৪ জনে ৩৪, পাশের হার ৭৭.২৭%। গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজ ১২৫ জনে ১১৩ জন, পশের হার ৯০.৪০%। সোনাসার মাধ্যমিক বিদ্যালয় ৮৮ জনে ৬২, পাশের হার ৭০.৪৫%। ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় ১১৬ জনে ১০৩ জন, পাশের হার ৮৮.৭৯%। ওয়াজেদ আলী মজুমদার বিদ্যা নিকেতন ৫৭ জনে ৪৯, পাশের হার ৮৫.৯৬%। হাফিজ মজুমদার বিদ্যানিকেতন ১০২ জনে ৭২, পাশের হার ৭০.৫৯%। ইছামতি উচ্চ বিদ্যালয়ে ১০১ জনে ৮৮জন, পাশের হার ৮৭.১৩%। লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজ ৬১ জনে ৫৩ জন, পাশের হার ৮৬.৮৯%। মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় ৬৭ জনে ৬৭ জন, পাশের হার ১০০%। শাহবাগ স্কুল এন্ড কলেজ ৫২ জনে ৩৫ জন, পাশের হার ৬৭.৩১%। বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয় ১৫২ জনে ১৪৫, পাশের হার ৯৫.৩৯%।

উপজেলার মাদ্রাসাগুলোর ফলাফলঃ ইছামতি কামিল মাদ্রাসায় ৬৩ জনে পাশ করেছে ৩৭ জন, গঙ্গাজল সিনিয়র মাদ্রাসা ৫৭ জনে ৪০ জন, ফুলতলী কামিল মাদ্রসা ৭৭ জনে ৬৯, আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসা ৪৭ জনে ৩২, সোনাপুর দাখিল মাদ্রাসা ২৭ জনে ২৫ জন, থানা বাজার লতিফিয়া দাখিল মাদ্রাসা ৪৪ জনে ২৭, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা ৬৩ জনে ৫৩ জন, বরকতপুর দাখিল মাদ্রাসা ১৬ জনে ১০জন,কসকনকপুর দাখিল মাদ্রাসা ৪৮ জনে ৩৭ জন, গোটার গ্রাম দাখিল মাদ্রাসা ২৯ জনে ২২ জন, নবীগঞ্জ কদুরবাজার দাখিল মাদ্রাসা ৪২ জনে ২৫ জন, হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রসা ২৯ জনে ১৮ জন, বারহাল গাউছিয়া দাখিল মাদ্রাসা ২০ জনে ১৪ জন, মুন্সিপাড়া দাখিল মাদ্রাসা ৩৮ জনে ২৮, তোফাজ্জল আলী দাখিল মাদ্রাসা ১৭ জনে ১২ জন, বেউর দাখিল মাদ্রসা ২৪ জনে ১২, উত্তরকুল মোশাইদিয়া দাখিল মাদ্রাসা ২৭ জনে ২০ জন, পিরনগর দাখিল মাদ্রাসা ১৫ জনে ১২ জন, চাপঘাট সুন্নি দাখিল মাদ্রাসা ২৮ জনে ২০ জন, আমলশীদ রশিদিয়া দাখিল মাদ্রাসা ১১ জনে ১১ জন, পূর্ব ইছামতি দাখিল মাদ্রাসা ১৪ জনে ৫ জন।

(এসপি/এটিআর/মে ১৭, ২০১৪)