কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার পালংখালীতে অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বনকর্মীরা হামলার শিকার হয়েছে। এ সময় অবৈধ করাত কলের মালিকের লোকজন জব্দকৃত মালামালও ছিনিয়ে নেয়। শনিবার দুপুর  ১ টার দিকে এ ঘটনা ঘটেছে।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন জানিয়েছেন, পালংখালীতে অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান চালাতে গেলে একটি করাত কলের মালিক ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদের বড় ভাই ইব্রাহিম আজাদ ও তার লোকজন বন কর্মীদের উপর হামলা চালায়। এ সময় জব্দকৃত মালামালও ছিনিয়ে নেয়। পরে স্থানীয় ইউপি সদস্য ফজল কাদের ভ’ট্টোর সহযোগীতায় উখিয়া থানা পুলিশ বনকর্মীদের উদ্ধার করেন। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পালংখালী ইউনিয়নের সদস্য ফজল কাদের ভ’ট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উখিয়া থানার ওসি অংসা থোয়াই জানিয়েছেন, হামলার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে বনকর্মীদের উদ্ধার করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(টিটি/এটিআর/মে ১৭, ২০১৪)