রংপুর প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলায় মহাসড়ক পারাপার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বিজলের ঘণ্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহতরা হলেন, উপজেলার সারাই ইউনিয়নের উদয় নারায়ন মাছ হাটি গ্রামের ছকিলউদ্দিনের ছেলে আবদুল খালেক সোনা মুন্সি (৪৫) এবং একই ইউনিয়নের চারুভদ্র গ্রামের আকি মোল্লার ছেলে মমিনুল ইসলাম (৩০।

স্থানীয়দের বরাত দিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, নিহত দু`জন মোটর সাইকেলযোগে ওই এলাকা দিয়ে মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সাদ্দাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুড়িগ্রাম যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মামা সোনা মুন্সি ও ভাগ্নে মমিনুল নিহত হন।

এ ঘটনায় মহাসড়কের ওপর ওই দু`জনের মরদেহ পড়ে থাকায় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। তবে ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে যান।

(ওএস/এএস/জুন ০৫, ২০১৫)