মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার বালীগ্রাম ইউনিয়নের বাঘোরিয়া গ্রামে বৃহস্পতিবার রাতে সানজানা আক্তার (৯) নামের এক শিশুকে অপহরণ করা হয়। এই ঘটনায় অপহরণের সাথে জড়িত থাকার সন্দেহে ইব্রাহীম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী, পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বালীগ্রামের বাঘোরিয়া গ্রামের আজাদ খানের শিশু কন্যা সানজানাকে বৃহস্পতিবার রাতে চকলেটের প্রলোভন দেখিয়ে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর গ্রামের ইব্রাহীমের স্ত্রী জান্নাত বেগম বাড়ি থেকে নিয়ে যায়।

স্থানীয়রা অপহরণের বিষয়টি টের পেলে ইব্রাহীমকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। অপর দিকে অপহরণকারী জান্নাত শিশু সানজানাকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রাতেই কালকিনি উপজেলার ডাসার থানায় শিশুটির বাবা আজাদ খান বাদী হয়ে অপহরণ মামলা করেছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেহেতু ইব্রাহীমকে আটক করা হয়েছে। তাই দ্রুত সানজানাকেও উদ্ধার করা সম্ভব হবে। আমাদের একাধিক টিম শিশুটিকে উদ্ধারের জন্য কাজ করছে।

(এএসএ/এএস/জুন ০৫, ২০১৫)