দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হয়রানির অভিযোগে চলমান লাগাতার অবরোধের পাশাপাশি অবস্থান কর্মস‍ূচির ঘোষণা দেওয়া হয়েছে।

রবিবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

শনিবার রাতে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্টের সভাপতি আবুল কাশেম আজাদ বিষটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংগঠনের এক মতবিনিময় সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবুল কাশেম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হাকিমপুর পৌরসভার মেয়র সাখাওয়াত হোসেন শিল্পি, সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজার রহমান, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম-সম্পাদক শাহিনুর রেজা শাহীন, বন্দর বিষয়ক সম্পাদক জামিল হোসেন চলন্ত, হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের আহবায়ক হারুনুর রশীদ হারুন প্রমুখ।

(ওএস/এইচআর/মে ১৮, ২০১৪)