রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত গুণী ৬ শিক্ষক ও এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৬ ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়াম এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.বি.এম বারাকাত বিন জাকারিয়া মারুফের সভাপত্তিতে উপস্থতি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, আ’লীগ নেতা জামশেদ কবির বাক্কি বিল্লাহ, সাবেক পৌর মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, অধ্যক্ষ মাওলানা মুনছুর আহম্মেদ, সমাজসেবক গাজী মাহ্মুদ কামাল, তানভীন হায়দার চৌধুরী রিংকু, ছাত্রলীগ নেতা জুমান সুলতান, পীরজাদা সৌরভ মিশরী, ফিরোজ আলম ও তারেক আজিজ জনি প্রমুখ। পরে ৬ জন গুণী ব্যক্তি ও জিপিএ-৫ প্রাপ্ত ৩৬ ছাত্র-ছাত্রীকে সম্মাননা ক্রেস্ট এবং ফুলসহ উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।
(এমআরএস/পিবি/জুন ০৬,২০১৫)