বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলার বুড়িরঝিরির মুখ এলাকায় যাত্রীবাহী জিপ খাদে পড়ে মেচিং মার্মা (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ যাত্রী।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লামা-সুয়ালক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেচিং মার্মা উপজেলার গজালিয়া ইউনিয়নের বাইশপাড়ী পাড়ার থুইক্যচিং মার্মার স্ত্রী।

আহতদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি জিপ সুয়ালকের ক্যায়াজুপাড়া থেকে লামা উপজেলা সদরে যাচ্ছিল। সড়কের বুড়িরঝিরির মুখ এলাকায় এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মেচিং মার্মার মৃত্যু হয়। এসময় আহত হন নারী ও শিশুসহ ২০ যাত্রী।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লামা থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর পর গাড়িচালক মো. আনোয়ার হোসেন (৩৫) পালিয়ে গেছেন।

(ওএস/পিবি/জুন ০৬, ২০১৫)