বরিশাল প্রতিনিধি : জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর নদীতে ঢাকাগামী দুটি লঞ্চে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। শুক্রবার রাত সাগে আটটার দিকে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন কোস্টগার্ড বরিশালের কন্টিজেন্ট কমান্ডার এম. আমিনুল হক।

তিনি জানান, ভোলার লালমোহন থেকে ছেড়ে আসা ঢাকাগামী লঞ্চে জাটকা পাচারের খবর পেয়ে তারা অভিযান পরিচালনা করেন। এসময় এমভি গাজী-৪ এবং এমভি স্বর্ণদ্বীপ লঞ্চে অভিযান চালিয়ে ৫০মণ জাটকা জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাটকা শনিবার সকালে বিভিন্ন এতিমখানায় ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
(টিবি/পিবি/জুন ০৬,২০১৫)