গাজীপুর প্রতিনিধি : জেলার কালিগঞ্জ উপজেলার বেলুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা নাজুক মিয়া’র হাতে ভাতিজা জিল্লুর রহমান (৩০) খুন হয়েছেন।

ওই ঘটনায় পুলিশ নিহতের চাচীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও তার নাম জানায়নি।

নিহতের জিল্লুর রহমান কালিগঞ্জ উপজেলার বেলুয়া গ্রামের বকুল মিয়ার ছেলে।

শনিবার সকাল ১১টার দিকে ওই ঘটনা ঘটে। পুলিশ বেলা ১টার দিকে মরদেহ উদ্ধার করে কালিগঞ্জ থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে বেলা ১১টার দিকে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে জিল্লুর রহমানের চাচা নাজুক
মিয়া লাঠি ও দা দিয়ে আঘাত করেন। এতে জিল্লুর আহত হওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মারা যান।

কালিগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, খুনের ঘটনায় মূল আসামি নাজুক মিয়ার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
(ওএস/পিবি/ জুন ০৬, ২০১৫)