রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে দৈনিক যায়যায়দিনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব শনিবার নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১০ টায় কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের। পরে বিদ্যালয়ের  সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

সাবেক পৌর কাউন্সিলর তোফাজ্জল আলী স্বপনের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের। এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা যায়যায়দিন প্রতিনিধি ইকরাম হোসেন মুকুল পাটওয়ারী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোতালেব, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি কাজল কায়েস, প্রথম আলো প্রতিনিধি এবিএম রিপন, জনকন্ঠ প্রতিনিধি প্রদীপ কুমার রায়, আমাদের সময় প্রতিনিধি নুরুল আমিন ভূঁইয়া দুলাল, খবরপত্র প্রতিনিধি দেলোয়ার হোসেন মৃধ্যা, সংগ্রাম প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে তোফাজ্জল হোসেন স্বপন পাটওয়ারীকে আহবায়ক ও সংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রদীপ কুমার রায়কে যুগ্ম আহবায়ক ও ইয়াছিন আরাফাত পিঞ্জুকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট যায়যায় দিন ফেন্ড্স ফোরাম রায়পুর উপজেলা কমিটি গঠন করা হয়।
(পিকেআর/পিবি/জুন ০৬,২০১৫)