নড়াইল প্রতিনিধি : বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের শিষ্য ও এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার সহকারী কিউরেটর লিটন বিশ্বাস আর নেই। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। শুক্রবার রাত দেড়টার দিকে ভারতের উত্তর প্রদেশে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৩৭)
তিনি আর কখনেই শিশুস্বর্গে আসবেন না। শিশুদের ভালবেসে আর্ট শেখাবেন না। চিত্রশিল্পী দুলাল সাহার মতো তিনিও সবাইকে কাঁদিয়ে চলে গেলেন।

লিটন বিশ্বাসের ভাই অরুণ বিশ্বাস জানান, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য দেড় মাস আগে ভারতে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তেমন কোন উন্নতি হয়নি। শুক্রবার রাত দেড়টার দিকে ভারতের উত্তর প্রদেশে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার ৬ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
চিত্রশিল্পী বলদেব অধিকারী জানান, লিটন বিশ্বাস, এসএম সুতলানের শিষ্য এবং শিশুস্বর্গের চারুকলা বিভাগের শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে অপুরণীয় ক্ষতি হলো।
লিটন বিশ্বাসের অকাল মৃত্যুতে সকল শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেছে।
(টিএআর/পিবি/জুন ০৬,২০১৫)