ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় মানবাধিকার ইউনিটি উপজেলা শাখা।

বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ মানববন্ধন কমসূচি পালিত হয়। ঘণ্টব্যাপী চলাকালীন এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার সর্বস্তরের শতশত লোক অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার ইউনিটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মিরাজ খান, জাতীয় মানবাধিকার ইউনিটির উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জুলফিক্কার আলী প্রমুখ।

বক্তারা বলেন, গত কয়েক দিন ধরে উপজেলা পল্লী বিদ্যুৎ দিনে এক ঘণ্টা পর এক ঘণ্টা এবং রাতে আধা ঘণ্টা পর আধা ঘণ্টা লোডশেডিং দিচ্ছে। এমনকি আযান ও নামাজের সময়ও বিদ্যুৎ থাকে না। বর্তমানে পল্লী বিদ্যুতের কাছে রাজাপুরবাসী জিম্মি হয়ে পড়েছে। সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ না দিলে আরও কঠোর আন্দোলন ও পল্লী বিদ্যুৎ বর্জনের হুমকি দেন বক্তারা।

(এএম/পিএস/জুন ০৬, ২০১৫)