বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহিলা লীগের নেত্রীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় রাজারমাঠে এই ঘটনা ঘটে।

ছাত্রলীগের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা ছাত্রলীগের সম্মেলন চলাকালে বান্দরবানে রাজারমাঠে লাঠিসোটা নিয়ে ছাত্রলীগের সভাপতি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থিত নেতাকর্মীরা এই হামলা চালায়।

হামলা চলাকালীন সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ মঞ্চে অন্যান্য নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়ী ভাংচুরের পর কিছু অছাত্র সম্মেলনের দর্শক গ্যালারীতে চেয়ার ভাংচুর শুরু করে। এতে সম্মেলনে আসা ডেলিগেটররা পালাতে গিয়ে ও সন্ত্রাসীদের হামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান ও মহিলা নেত্রীসহ কমপক্ষে ২০ জন আওয়ামী নেতাকর্মী আহত হয়েছেন।

আধা ঘন্টা ধরে চলা ধাওয়া-পাল্টা ধাওয়ায় ছাত্রলীগের সম্মেলন পন্ড হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও শহরে উত্তেজনা বিরাজ করছে।

গোপনে সিলেকশন করা ছাত্রলীগের জেলা কমিটি ফাঁস হয়ে যাওয়ার পর বিক্ষুদ্ধ হয়ে কিছু ছাত্র ও অছাত্র হামলার ঘটনা ঘটায়। পরে সম্মেলন প্রত্যাখান করে হামলাকারীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় নেতার হাতে স্মারকলিপি দেয়।

এ ঘটনায় ছাত্রলীগের কর্মী সোহরাব হোসেনকে আটক করেছে পুলিশ। পরে পুলিশি প্রহড়ায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের বান্দরবান ত্যাগ করতে হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বান্দরবান শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

(এএফবি/পিএস/জুন ০৬, ২০১৫)