রংপুর প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় সুলতানা খাতুন নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৭ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মীরবাগ মহেশা এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা মীরবাগ গদাধর গ্রামের বাসিন্দা এবং মীরবাগ ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে অটোরিকশাযোগে ৮ পরীক্ষার্থী কাউনিয়ার হারাগাছ কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। এসময় মীরবাগ মহেশা এলাকায় অটোরিকশাটি পৌঁছলে রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামমুখী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সুলতানা খাতুন নিহত হন।

এসময় ৭ পরীক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে বাবু, সুজনসহ ৫ পরীক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের নাম পাওয়া যাযনি।

অ্যাম্বুলেন্সটির চালককেও রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কাউনিয়া থানা ওসি রেজাউল করিম জাগো নিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
(ওএস/পিবি/জুন ০৭,২০১৫)