মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার মনোহরপুরে ভুয়া স্কীম দেখিয়ে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে গভীর নলকূপের স্কীম অনুমোদন দেয়ার অভিযোগ তুলে তা বাতিলের আবেদন করেছেন পাশ্ববর্তী গভীর নলকূপের ম্যানেজার। এ সংক্রান্ত একটি আবেদনপত্র মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যানের কাছে দিয়েছেন নলকূপের ম্যানেজার আনোয়ারুল ইসলাম।

এ বিষয়ে মেহেরপুর ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) সরেন্দ্র মোহন বিশ্বাস এ ব্যাপারে বলেন, বিধি মোতাবেক গভীর নলকূপের অনুমোদন দেয়া হয়েছে।
আনোয়ারুল ইসলাম তার অভিযোগে বলেন, বিএডিসির আওতায় মুজিবনগর সেচ প্রকল্পের সদর উপজেলার মনোহরপুর মৌজার ১৭১৮ দাগে আনোয়ারুল ইসলামের নামে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। একটি নলকূপ থেকে ২৫০০ ফুটের মধ্যে আরেকটি নলকূপ দেয়ার কোনো বিধি না থাকলেও ১৮০০ ফুটের মধ্যে উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) সাইফুল নামের একজনকে আরো একটি গভীর নলকপের স্কীম অনুমোদন দিয়েছেন যা সরকারি বিধির বাইরে। আবেদনে আরো বলা হয়, ১৪৫১ নং দাগ দেখিয়ে সাইফুল নলকূপের স্কীম অনুমোদন করে নিলেও ওই দাগে তার বা তার পরিবারের কারো নামে জমি নাই। অথচ ওই দাগের প্রকৃত জমির মালিক হচ্ছেন কিসমত আলী মন্ডল।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন জানান, আগামী সভার আগেই তদন্ত করে রিপোর্ট পেশ করার জন্য উপসহকারী প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে।
(ইএম/পিবি/জুন ০৭,২০১৫)