মাদারীপুর প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া নামক স্থানের একটি পাট ক্ষেত থেকে শনিবার সন্ধ্যায় এক অজ্ঞাত অর্ধগলিত যুবতীর (২২) লাশ উদ্ধার করেছে ডাসার থানা পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঐ এলাকায় পচা র্দূগন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকাজন পাট ক্ষেতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা যুবতীকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখেছে।
ডাসার থানার ওসি (তদন্ত) মো. কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(এএ/পিবি/জুন ০৭,২০১৫)