ড. জাহিদা মেহেরুননেসা :
ইচ্ছে হয় বালিকা হয়ে যাই আবার
নেচে বেড়াই সারাদিন তোমার ঘরের উঠোনে
মাঝে মাঝে তুমি বেণী আর চুলগুলো ধরে
আদরের ছলে চুমু খাও গালে,
দোল দিয়ে যাও দোলনায় গোপনে,

ইচ্ছে হয়
খুব ইচ্ছে হয়।
ইচ্ছে করে ছোটাছুটি করি পুকুর পারে
সাঁতার শেখার জন্য যাই দল বেঁধে,
ভেসে থাকা হাঁস ধরার জন্য যাই হাঁসেদের
পেছনে পেছনে
ইচ্ছে হয় দীঘির ভেসে থাকা শাপলা ফুলে
চুমু খাই বারবার
ইচ্ছে হয়
খুব ইচ্ছে হয়।
বেড়ালের মতো গুটি শুটি মেরে
বসে থাকি তোমার কোলে
জড়িয়ে রাখি হাত বাহুর বন্ধনে
খুবই যে ইচ্ছে হয়।
ইচ্ছে হয় খুবই যে ইচ্ছে হয়।
জোড়া কবুতর হতে ইচ্ছে হয়।
ঠোঁটে ঠোঁট রেখে যেমন তারা কথা কয়।
খুবই যে ইচ্ছে হয় তোমার ছাদের দেয়ালের কার্নিশে তেমনি বসে থাকি।
তেমনি চেয়ে থাকি দু'জন দু'জনায়।
খুবই যে ইচ্ছে হয় কত কিছুই তো ইচ্ছে হয়।
ইচ্ছে হয় সারাদিন তোমার কাছে থাকি
তোমার বুক পকেটে কলম হয়ে থাকি
খুবই যে ইচ্ছে হয়।
কতো কিছুই তো ইচ্ছে হয়
সে কথা কি তোমাকে বলা যায়?
খুব ইচ্ছে হয়
ভীষণ ইচ্ছে হয়।