খুলনা প্রতিনিধি : খুলনাজেলার ডুমুরিয়া উপজেলায় কালিকাপুর গ্রামে নারয়ণ দাসের বাড়িতে শিরনি খেয়ে খাদ্য বিষক্রিয়ায় শিশুসহ প্রায় ৩০ জন অসুস্থ হয়েছে।

শনিবার রাত ১১টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত ১১জনকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শনিবার দুপুরে উপজেলায় কালিকাপুর গ্রামে নারয়ণ দাসের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান হয়। সেখানে অনুষ্ঠান শেষে শিরনি বিতরণ করা হয়। এ শিরনি খেয়ে বিকেলে প্রথমে ৩ জন পেটব্যথা অনুভব করে। পরে একে একে প্রায় ৩০ জন বমি, পেটব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়। পরে তাদের মধ্যে অসুস্থ সোনালী দাস (০৮), জয় দাস (১০), দুর্জয় দাস (০৪) তিধি দাস (০৩), শ্যামল দাস (০৭), আশিক দাস (০২), পাতিদাসি (৫০), অজয় দাস (০৪), বীথি দাস (১০), গৌতম দাস (১৩), শাস্তি দাসিকে (৬৫) ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

ডুমুরিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হুমায়ূণ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাত থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত ১১ রোগী এ হাসপাতালে ভর্তি হয়েছে। এরা সবাই খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে। এদের ঘন ঘন বমি, ডায়রিয়া ও পেট ব্যথা অনুভূত হচ্ছে বলে জানান তিনি।

(ওএস/এইচআর/মে ১৮, ২০১৪)