স্পোর্টস ডেস্ক, ঢাকা : নিউজিল্যান্ডের সাবেক অফস্পিনার পিটার পেথরিক (৭২) মারা গেছেন। অস্ট্রেলিয়ার পার্থে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সোমবার পেথরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানায়নি। নিউজিল্যান্ডের হয়ে টেস্টে প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন এই অফস্পিনার।

৩৪ বছর বয়সে টেস্ট দলে খেলার সুযোগ পেয়েছিলেন পিটার। তিনি সেই তিন বোলারদের মধ্যে অন্যতম যিনি অভিষেক টেস্ট ম্যাচেই হ্যাটট্রিক করেন। ১৯৭৬ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে হ্যাটট্রিক করেছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে পিটার হ্যাটট্রিক করেছিলেন। তার বলে আউট হয়েছিলেন জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম রাজা ও ইন্তিখাব আলম।

পিটার ছাড়াও মোওরিস অ্যালম ও ডেমিয়েন ফ্লেমিং এ কৃতিত্ব অর্জন করেন। ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ৬টি টেস্ট খেলে ১৬ উইকেট পান পিটার। তবে কখনও ওয়ানডে ম্যাচ খেলেননি পিটার। এছাড়া ৫২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ১৮৯ উইকেট।

(ওএস/পি/জুন ০৮, ২০১৫)