স্পোর্টস ডেস্ক, ঢাকা : জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব থেকে পদত্যাগ করতে চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। রবিবার রাতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কাছে পাঠানো এক ইমেইলে ‘পারিবারিক কারণে’ জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালনে অপারগতার কথা জানান। সোমবার এ বিষয়ে বিসিবি বৈঠক করে। বৈঠকে সুজনের পদত্যাগপত্র গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিসিবি থেকে জানানো হয়, ম্যানেজারের দায়িত্ব পালন করে যাবেন সুজন।

মাহমুদ ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে সফল হলেও তার বেশ কিছু ব্যাপারে প্রশ্ন ছিল ক্রিকেট মহলে। গত বিশ্বকাপে ক্যাসিনোতে জুয়া খেলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। মাহমুদ অবশ্য ক্যাসিনোতে যাওয়ার কথা স্বীকার করলেও জুয়া খেলেননি বলে দাবি করেন একটি টিভি চ্যানেলে। এ নিয়ে তখন বেশ সমালোচনা হয়। তবে তার পরও পাকিস্তান সিরিজে তাঁকে ম্যানেজার করে বিসিবি। ম্যানেজার ঘোষণা করা হয় ভারতের বিপক্ষে আসন্ন সিরিজেও।

(ওএস/পি/জুন ০৮, ২০১৫)