দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের মোল্লাপাড়ার হিন্দুপাড়া গ্রামে একশ’ বোতল ফেনসিডিলসহ একটি মোটরসাইকেল আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে দিনাজপুর সদর উপজেলার খানপুর-কমলপুর সড়কে এ অভিযান চালানো হয়।

দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের মেজর মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলার খানপুর-কমলপুর সড়কের মোল্লাপাড়ার হিন্দুপাড়া গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি দল।

এ সময় ওই সড়কে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের আরোহীকে সন্দেহ হলে তাকে থামতে নির্দেশ দেয় র‌্যাব। ঘটনা টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় আরোহী। পরে মোটরসাইকেল থেকে একশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
(ওএস/পিবি/জুন ০৯,২০১৫)