শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামের ভূমিহীন ভ্যানগাড়ী চালক হতদরিদ্র রশিদ শেখের ছেলে আলী হাসান এর লেখাপড়ার দায়িত্ব নিলো উপজেলা প্রশাসন। একই সঙ্গে পরিবারটিকে একখন্ড জায়গার বন্দোবস্ত করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সোমবার শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ এই ঘোষণা দেন।

উল্লেখ্য, আলী হাসান ভ্যানগাড়ী চালিয়ে লেখাপড়ার খরচ জুগিয়ে এ বছর ঠুটিয়া হাই স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। যমুনা নদীতে তাদের বাড়ীঘর বিলিন হওয়ায় বর্তমানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর আশ্রয় নিয়েছে পরিবারটি। এ সংক্রান্ত একটি প্রতিবেদন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। প্রতিবেদনটি জেলা প্রশাসনের নজরে আসে।

জেলা প্রশাসক বিষয়টি সরেজমিনে গিয়ে দেখে জানানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ ঘটনা স্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকেই জেলা প্রশাসকের সঙ্গে আলাপ আলোচনা করে লেখাপড়ার খরচসহ একটি বাড়ি নির্মানের জায়গা বরাদ্দ দেয়ার ঘোষণা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ জানান, আলী হাসানের লেখাপড়ার সকল খরচ সহ প্রয়োজনে উচ্চ শিক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বাড়ি নির্মানের জন্য প্রয়োজনীয় খাসজমি বন্দোবস্ত দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শিগগিরি জায়গা বুঝে দেয়া হবে। এই মুহুর্ত্যে কিছু টাকা আলী হাসানের মায়ের হাতে তুলে দেয়া হলো।

(এআরপি/এএস/জুন ০৯, ২০১৫)