মদন (নেত্রকোণা) প্রতিনিধি :  নেত্রকোণার মদন উপজেলার বিভিন্ন জলাশয়গুলোতে এক শ্রেণীর অসাধু মৎস্য শিকারী সরকার নিষিদ্ধ কারেন্ট, খনা, মশারী জাল দিয়ে অবাধে মা ও পোনা মাছ নিধন করছে। এতে এই এলাকায় মিঠা পানির বড় মাছের আকাল দেখা দিবে বলে এলাকার অভিজ্ঞ মহলের ধারনা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বর্ষার নতুন পানি এলাকায় প্রবেশ করার সাথে সাথে উপজেলার ফতেপুর, দেওসহিলা, তিয়শ্রী, কদমশ্রী, মাঘান, গোবিন্দশ্রী, বালালী, বাঘমারা, পাছ আলমশ্রীসহ বিভিন্ন এলাকায় মৎস্য শিকারীরা হাওড় এলাকায় বেড় দিয়ে নিষিদ্ধ জাল ফেলে মা ও পোনা মাছ অবাধে নিধন করে স্থানীয় হাটবাজার গুলোতে প্রকাশ্যে বিক্রি করছে। এর উপর নিষেধাজ্ঞা না থাকায় শিকারীদের তৎপরতা বেড়েছে এবং মাছের বংশ ধ্বংস করে দিচ্ছে। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করে ডাক ঢোল পিটিয়ে মৎস্য সপ্তাহ পালন করে দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা সাজ্জাত হোসেন বলেন, মা ও পোনা মাছ নিধনের বিষয়টি লোক মুখে শুনেছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা হয়েছে অচিরেই মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এএমএ/পিবি/জুন ০৮,২০১৫)