তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : মঙ্গলবার তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে মানব পাচার প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, মাধাইনগর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, প্রবীন সাংবাদিক রুহুল আমিন, উপজেলা মৎস্য অফিসার বরুন কুমার মন্ডল, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম মামুন হুসাইন, এনডিপি’র সমন্বয়কারী আব্দুল হালিম, ব্র্যাকের মাহবুবুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পরিবর্তন পরিচালক আবদুর রাজ্জাক রাজু। সভায় সরকারি কর্মকর্তা, চেয়ারম্যান, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ, এনজিও ব্যক্তি, প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধি, স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে মানব পাচার সংক্রান্ত ভিডিও সুট রঙিন চশমা প্রদর্শন করা হয়। বক্তাগণ বলেন, যারা মানব পাচারকারী তারা দেশের শত্রু, জাতির শত্রু। এদের প্রতিহত না করতে পারলে দিনদিন আরও তা বৃদ্ধি পাবে। কঠোর আইনের মাধ্যমে শাস্তি দিতে হবে। মানব পাচারে জন সচেতনতামূলক অনুষ্ঠান ইউনিয়ন পর্যায়ে আরও বেশী বেশী করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। সহযোগিতায় রিলিফ ইন্টারন্যাশনাল ও পরিবর্তন সংস্থা তাড়াশ।
(এমএইচ/পিবি/জুন ০৯,২০১৫)