বরিশাল প্রতিনিধি : বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিকস বিভাগে রেজাউল করিম (৩০) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র ইন্টার্ন চিকিৎসক-রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষ চলছে।

রবিবার সকাল সাড়ে ৮টায় রোগী মারা যাওয়া পর দফায় দফায় সংঘর্ষ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অর্থপেডিকস বিভাগে রোগী রেজাউল করিম মারা গেলে তার স্বজনরা এক ইন্টার্ন চিকিৎসককে মারপিট করে। এরপর চিকিৎসকরা এক জোট হয়ে রোগীর স্বজনদের ওপর হামলা চালায়।

এ অবস্থায় অর্থপেডিকস বিভাগের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে বেরুতে ও ঢুকতে দেওয়া হচ্ছে না। হাসপাতালের ভেতরে আতঙ্ক বিরাজ করছে। চিকিৎসাসেবা বন্ধ করে বিক্ষোভ করছে চিকিৎসকরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

(ওএস/এইচআর/মে ১৮, ২০১৪)