স্পোর্টস ডেস্ক : ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৪ ওভার শেষে বিনা উইকেটে ১২ রান। মুরালি বিজয় ১ আর শেখর ধাওয়ান ১১ রান নিয়ে ব্যাট করছে। 

 

বুধবার সকাল সাড়ে নয়টায় টস জেতার পর কোহলি বলেন, ভালো ব্যাটিং উইকেটের পুরো সুবিধা নিতে চায় তারা।

এদিকে, বাংলাদেশের ৭৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে আজ অভিষেক হচ্ছে লিটন দাসের।

টসে হারার পর বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম জানান, উইকেট আরো ধীর হবে সময় গড়ালে।

বাংলাদেশ দলে ফিরেছেন লেগস্পিনার জুবায়ের হোসেন। সাকিব আল হাসানসহ তাই চারজন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। দলে বিশেষজ্ঞ পেসার কেবল মোহাম্মদ শহীদ।

বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম, মোহাম্মদ শহীদ, জুবায়ের হোসেন, তাজুল ইসলাম ।

ভারত একাদশ :
মুরালি বিজয়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং ইশান্ত শর্মা, বরুন অরুন।

(ওএস/এএস/জুন ১০, ২০১৫)