স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সাত খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‌্যাবের দুই চাকরিচ্যুত কর্মকর্তাকে রিমান্ডে নেয়ার বিষয়ে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘এ রিমান্ডে সত্য উদঘাটন হবে না। আশঙ্কা থেকেই যায়।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘নিরপেক্ষ লোকদের দিয়ে যদি তদন্ত না করা হয় তাহলে নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের সত্য উদঘাটন হবে না।’

রবিবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সিরাজগঞ্জের আওয়ামী লীগের সঙ্গে পুলিশ প্রশাসনের এক ধরনের সমঝোতা হয়েছে বলে দাবি করেন রিজভী।

সারা দেশে গুপ্ত হত্যার ঘটনায় র‌্যাবকে দায়ী করে রিজভী বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনীর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে সরকার প্রেসনোট দেয়নি।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকার গলাচেপা সরকার।’

(ওএস/এইচআর/মে ১৮, ২০১৪)