ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক  তৌহিদুল সিকদারের হত্যার সাথে জরিত সন্ধেহে  দুই জনকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এরা হলেন, শহীদুল ইসলাম (২২) ও  মোকসেদ আলী হাওলাদার। সোমবার রাতে এদের গ্রেফতার করার পরে মঙ্গলবার দুপুরে এদের জেল হাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ওসি তদন্ত আব্দুস সালাম ।

এদিকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে বিনয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন । মঙ্গলবার বেলা ১২ টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপি এ কর্মসুচির আয়োজন করা হয়। এতে নিহত তৌহিদুলের ভাই মহিদুল ইসলাম, বোন হেনা বেগমসহ জেলা, সদর উপজেলা ও বিনয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কর্মীরা অংশ গ্রহন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা আওয়ামীলীগ নেতা তরুন কর্মকার, আবু সাঈদ খান, জেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিল প্রমুখ।
প্রসংগত, গত বৃহস্পতিবার (৪ জুন ) রাত পৌনে ১০ টারদিকে গগন বাজার থেকে বাড়ি ফেরার পথে তৌহিদুল সিকদারকে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে হত্যাকরে লাশ বিনয়কাঠীর সীমান্তবর্তী মুশরিয়া নামক স্থানে ফেলে রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী নূরন্নাহার বাদী হয়ে ঝালকাঠি থানায় নামধারি ১১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
(এএম/পিবি/জুন ১০,২০১৫)