স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্ট খেলা আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টির আগ পর্যন্ত ২৩.৩ ওভারে কোন উইকেট না হারিয়ে ১০৭ রান করে ভারত।

শেখর ধাওয়ান মাত্র ৭১ বলে ১২ চারে ৭৪ রানে অপরাজিত রয়েছেন। প্রথম থেকেই তিনি আক্রমণাত্মক খেলছেন। খেলা শেষ হবার এক বল আগেই জীবন পেয়েছেন এই ব্যাটসম্যান। শর্ট মিডউইকেটে তার ক্যাচ ছেড়ে দেন শুভাগত হোম।
ধাওয়ানের সাথে যোগ্য সহয়াতা দিচ্ছেন অপর উদ্বোধনি ব্যাটসম্যান মুরালী বিজয়। ৭০ বলে ৩৩ রানে অপরাজিত রয়েছেন এই ভারতীয়।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক বিরাট কোহলি। শুরু থেকেই ভারতের আক্রমণাত্মক ব্যাটিংয়ে তোপের মুখে পড়ে বাংলাদেশ। একপ্রান্তে শেখর ধাওয়ান ঝড়ো ব্যাটিংয়ে ১০ চারে মাত্র ৪৭ বলেই অর্ধশত তুলে নেন।

বাংলাদেশ দলে বিশেষজ্ঞ পেসার একমাত্র মোহাম্মদ শহীদ। এছাড়াও ফিরেছেন লেগস্পিনার জুবায়ের হোসেন। সাকিব আল হাসানসহ চার জন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ।

(ওএস/এএস/জুন ১০, ২০১৫)