লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরগামী ইকোনো পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় যাত্রীবেশী ডাকাত দল প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার রাত আড়াইটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার লালমাই এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে বুধবার ভোরে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার থেকে ইকোনো পরিবহনের চালক বাবুল (৪০) কে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় এলাকাবাসী ও বাসের যাত্রীরা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্ততি চলছে।



স্থানীয় এলাকাবাসী ও যাত্রীরা জানান, মঙ্গলবার গভীর রাতে তারা ঢাকা সায়েদাবাদ থেকে ইকোনো পরিবহন করে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত আড়াটার দিকে তারা কুমিল্লা আলেখাচর এলাকায় হোটেলে নাস্তা করে আবার লক্ষ্মীপুরের দিকে রওয়ানা দিলে কুমিল্লা সদর দক্ষিণ থানার লালমাই এলাকায় পোঁছলে গাড়িতে যাত্রী বেশে উঠা ৮-১০ জন সশস্ত্র ডাকাত দল বাসের সকল যাত্রীরা কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা, মোবাইলসহ মালামাল নিয়ে পালিয়ে যায়।
পরে বাসের যাত্রীরা বাসের চালক বাবুল চন্দ্র দাস কে পাশের থানায় বিষয়টি অবহিত করার বলা হলে চালক তা কর্ণপাত না করেই লক্ষ্মীপুরে আসার পথে রাত ৪ টার দিকে মান্দারী বাজার এলাকায় পোঁছলে স্থানীয় লোকজনের সহযোগিতায় যাত্রীরা চালককে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে আটক করে মারধর করে দিয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ তুলে দেয়। এসময় পুলিশ গাড়িটিও জব্দ করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ইকোনো পরিবহনের যাত্রী ও সদর উপজেলার পশ্চিম বটতলী গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে মনিরুল ইসলাম, মো: বাবুলসহ আরও অনেকে জানান, ইকোনো পরিবহন যোগে মঙ্গলবার গভীর রাতে ২০-২২ জন যাত্রী সহ লক্ষ্মীপুরে আসার পথে কুমিল্লা লালমাই এলাকায় পোঁছলেই চালককের যোগ সাজসে ডাকাতরা অস্ত্রের মুখে আমার নগদ ১৭ হাজার টাকা, মোবাইল সহ অন্যান্য মালামাল ও বাবুলের নগদ ২৮ হাজার টাকা সহ সব যাত্রীদের নগদ প্রায় ৫ লাখ টাকা, মোবাইলসহ সব মালামাল নিয়ে গাড়ি থেকে নেমে যায়। তাৎক্ষনিক চালকে বিষয়টি লালমাই পুলিশ তদন্ত জানানোর জন্য অনুরোধ করা হলেও চালক তা করেই গাড়ি নিয়ে বেগমগঞ্জ চৌরাস্তা বাজার এসে সুপারভাইজার কে নামিয়ে দেয়। পরে লক্ষ্মীপুর দিকে আসার পথে সদর মান্দারী বাজার এলাকায় পোঁছলেই সব যাত্রী ও স্থানীয় লোকজনের সহযোগীতায় চালক বাবলু চন্দ্র দাস কে আটক করে হাইওয়ে পুলিশের হাতে সোর্পদ করি। তাদের অভিযোগ চালকের যোগ সাজসে বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। পরে বিষয়টি বুধবার সকালে কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার রেজাউল হককে অবহিত করা হয়েছে। তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

অভিযোগের ব্যাপারে পুলিশের হাতে আটক ইকোনো পরিবহনের চালক বাবুল চন্দ্র দাস ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ডাকাতরা চলতি গাড়ীতে আমাকে সরিয়ে নিজেরা গাড়ী চালিয়ে পথে সব যাত্রীদের জিন্মি করে নগদ টাকা, মোবাইল সহ সব মালামাল নিয়ে নিয়ে যায়। পরে মান্দারী বাজার পোঁছলে আমাকে আটক করে যাত্রীরা পুলিশে সোর্পদ করে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের এস আই আবুল হাসেম জানান, ইকোনো পরিবহনে ডাকাতি ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাসের চালক বাবুল কে আটক করে আমাদের কাছে সোর্পদ করে যাত্রীরা।

এ ঘটনায় যাত্রী মনিরুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে। মামলা দায়েরের পর আটককৃত চালককে ওই মামরায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
(এমআরএস/পিবি/জুন ১০,২০১৫)