গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।  বুধবার সকালে সদর উপজেলার হরিদাসপুর ও মঙ্গলবার রাতে বেদগ্রাম এলাকা থেকে গোয়েন্দা পুলিশ ও মঙ্গলবার রাতে কাশিয়ানী উপজেলার সাধুহাটি এলাকা থেকে পুলিশ এদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রূপপদ গ্রামের নুরু মোল্যার ছেলে শরিফুল মোল্যা (২২), একই এলাকার আজিম শেখের ছেলে ফিরোজ শেখ (৪০), কাশিয়ানী উপজেলার সাফলীডাঙ্গা গ্রামের মোঃ নাজমুল ইসলামের ছেলে ইমরান ইসলাম (২২) এবং একই গ্রামের ইমদাদুল হক মিয়ার ছেলে মহিউদ্দিন মিয়া (৩২) ও বেদগ্রামের মৃত সাকেন মোলারার ছেলে লেবু মোল্লা (৩৮)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুল হক জানান, ইয়াবার একটি চালান গোপালগঞ্জ শহরের ঢুকবে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুর ব্রীজের কাছে অবস্থান নেয়। এসময় মাদক ব্যবসায়ী শরিফুল ও ফিরোজ একটি মটর সাইকেল যোগে ইয়াবা নিয়ে গোপালগঞ্জ শহরের আসার পথে গতিরোধ করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে দুইশত পিচ ইয়াবা উদ্ধার করে। অপর দিকে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বেদগ্রাম এলাকা থেকে পাঁচ পিচ ইয়াবাসহ মোঃ লেবু মোল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গোপালগঞ্জে ইয়াবা বিক্রি করে আসছিলো। এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার সাধুহাটি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আধা কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ী ইমরান ও মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়। এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
(এমএইচএম/পিবি/জুন ১০,২০১৫)