মাগুরা প্রতিনিধি : সড়ক দুর্ঘটনা হ্রাস ও সড়ক নিরাপত্তায় গণসচেতনতা বৃদ্ধিতে বুধবার মাগুরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা ও গণসচেতনতামূলক সভা শুরু হয়েছে।  জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যৌথভাবে কর্মশালা ও সভা আয়োজন করে।
    এ উপলক্ষে সকাল ১১ টায় শহরের নোমানী ময়দান থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাহাত আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়, বিআরটিএ এর সহকারি পরিচালক বিলাস সরকার, ডা. দেবাশীষ বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর ফজলুল কবির, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকরাম মোল্যা প্রমুখ। সভা শেষে বিভিন্ন যানবাহনের শতাধিক চালক ও শ্রমিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। বৃহস্পতিবার এ কর্মশালা শেষ হবে ।
(ডিসি/পিবি/জুন ১০,২০১৫)