স্পোর্টস ডেস্ক : বৃষ্টি শেষে আবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্ট খেলা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারী ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১০৮ রান। শেখর ধাওয়ান ৭৪ আর মুরালি বিজয় ৩৮ রান নিয়ে ব্যাট করছে।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক বিরাট কোহলি। শুরু থেকেই ভারতের আক্রমণাত্মক ব্যাটিংয়ে তোপের মুখে পড়ে বাংলাদেশ। একপ্রান্তে শেখর ধাওয়ান ঝড়ো ব্যাটিংয়ে ১০ চারে মাত্র ৪৭ বলেই অর্ধশত তুলে নেন। বৃষ্টি শুরু হবার আগে জীবন পেয়েছেন এই ব্যাটসম্যান। শর্ট মিডউইকেটে তার ক্যাচ ছেড়ে দেন শুভাগত হোম।

ধাওয়ানের সাথে যোগ্য সহয়াতা দিচ্ছেন অপর উদ্বোধনি ব্যাটসম্যান মুরালী বিজয়। ৭০ বলে ৩৩ রানে অপরাজিত রয়েছেন এই ভারতীয়।
বাংলাদেশদলে বিশেষজ্ঞ পেসার একমাত্র মোহাম্মদ শহীদ। এছারাও ফিরেছেন লেগস্পিনার জুবায়ের হোসেন। সাকিব আল হাসানসহ চার জন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম, মোহাম্মদ শহীদ, জুবায়ের হোসেন, তাজুল ইসলাম ।

ভারত একাদশ : মুরালি বিজয়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং ইশান্ত শর্মা, বরুন অরুন।

(ওএস/এএস/জুন ১০, ২০১৫)